ঢাকা, বুধবার   ১৯ মার্চ ২০২৫,   চৈত্র ৪ ১৪৩১

কাতার বাংলাদেশি মালিকানাধীন আধুনিক সেলুন উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার

কাতারে রাজধানী দোহা আল সাদ কেএফসি বিল্ডিংয়ে বাংলাদেশি মালিকানাধীন নিউ রাফা হেয়ার স্টাইল ম্যানস সেলুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 

কাতারের স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯ টা কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই বাংলাদেশি মালিকানাধীন নিউ রাফা হেয়ার স্টাইল ম্যানস সেলুন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সেলুন টির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রিয়াজ, মাকসুদুর রহমান রনি, আনোয়ার হোসেন মামুন, রেজাউল করিম রাজবাড়ী, আব্দুল জলিল, হাজী বাসার সরকার, গোলাম কুদ্দুস মোরশেদ, তানবীর হাসান প্রমুখ। 

উদ্বোধন অনুষ্ঠানে কাতার বাংলাদেশ কমিউনিটির বিপুল পরিমাণ ব্যক্তিবর্গ ও কাতারে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তোহা।