ঢাকা, শনিবার   ২২ মার্চ ২০২৫,   চৈত্র ৭ ১৪৩১

বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, জানাল ব্রিটিশ গণমাধ্যম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২১ মার্চ ২০২৫ শুক্রবার

বাংলাদেশের ফুটবলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হামজা দেওয়ান চৌধুরি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যেখানে হামজার পারফরম্যান্স নিয়ে আগ্রহী শুধু বাংলাদেশ নয়, ফুটবল বিশ্বও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে হামজার ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন দিক। সেখানে উল্লেখ করা হয়েছে, ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার সময় বার্সেলোনায় তার সম্ভাব্য দলবদলের কথাও। ২০১৮-১৯ মৌসুমে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেন তিনি। তার কড়া ট্যাকল ও নিখুঁত খেলার দক্ষতার জন্য সে সময় বার্সেলোনা তাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী ছিল।

বাংলাদেশে হামজার আগমনে ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা গেছে। তার বাঙালি মুসলিম মা ও সৎ-বাবার সুবাদে ছোটবেলাতেও তিনি বাংলাদেশে এসেছেন। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডার এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে এসেছেন বাংলাদেশ দলে।

বাংলাদেশে আসার পর থেকেই সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা। তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তগুলো শেয়ার করেছেন।

এক সাক্ষাৎকারে হামজা বলেন, বাংলাদেশ তার কাছে পর নয়, বরং নিজের শেকড়ের দেশ। ২০২৪ সালে ক্রীড়া আউটলেট ‘ভার্সাস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শৈশব থেকেই বাংলাদেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি চাই আমার সন্তানরাও এই সংস্কৃতি থেকে শিখুক।’

২৭ বছর বয়সী এই ফুটবলার আরও বলেন, ‘১৬ বছর বয়স পর্যন্ত আমি প্রায় প্রতি বছরই পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছি। কখনও কখনও বছরে দু’বারও গিয়েছি। প্রথম কোনো প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক গর্বের।’

হামজা ব্রিটিশ নাগরিক অলিভিয়াকে বিয়ে করেছেন এবং তাদের সংসারে রয়েছে তিন সন্তান। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও বাংলাদেশকে আপন মনে করেন তিনি। হামজা বলেন, ‘ইংল্যান্ড অবশ্যই আমার ঘর, কিন্তু বাংলাদেশও (পর নয়)। এই দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।’


এমবি//