ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যৌথবাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩১ এএম, ২২ মার্চ ২০২৫ শনিবার

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের ভোগড়াতে জায়ান টেক্সটাইল কারখানার কারখানার শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। পরে যৌথবাহিনী হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
পুলিশ জানায়, গত কয়দিন পূর্বে ওই কারখানায় বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জেরে তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকেরা। এ ঘটনার জেরে আজ থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এই বন্ধের প্রতিবাদ বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা ঘটনা এড়াতে আশপাশে দশটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এসব ছুটি হওয়া কারখানার শ্রমিকেরা পুনরায় কাজে যোগদান করতে পারবেন।
এএইচ