ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫,   চৈত্র ১২ ১৪৩১

দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫ এএম, ২৩ মার্চ ২০২৫ রবিবার

দেশের দুই জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর এবং দিনাজপুরের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
 
তাই দুই জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এএইচ