ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫,   চৈত্র ১৪ ১৪৩১

চূড়ান্ত রিপোর্টে উঠে এলো সুশান্ত সিংয়ের মৃত্যুর কারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ২৩ মার্চ ২০২৫ রবিবার

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটাল ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।  পাঁচ বছর ধরে চলা তদন্তের পর সংস্থাটি নিশ্চিত করেছে যে, অভিনেতা আত্মহত্যাই করেছিলেন।

অনেকেরই প্রশ্ন ছিল এটি খুন নাকি আত্মহত্যা? সেই রহস্যের জট খুলতে পুলিশ প্রশাসন এতদিন নানাভাবে তদন্ত করেছে। শনিবার মুম্বাই আদালতকে এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিল সিবিআই। জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। শেষ রিপোর্টেও সিবিআই নিশ্চিত করেছে, আত্মহত্যাই করেছিলেন অভিনেতা। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি।

সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, এই মৃত্যুর নেপথ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী ও আরও অনেকে। উঠে আসে মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেয়া, এমনকি কালাজাদু করার অভিযোগও। সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আনে সুশান্তের পরিবার।

তবে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে সিবিআই। তারা এমন কোনও প্রমাণ পাননি, যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেয়া হয়েছিল। দুটি এফআইআর থেকেই রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক ও মা-বাবার নাম বাদ দিতেও বলা হয়েছে।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২০২০ সালের আগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে শেষ রিপোর্ট জমা দিয়েছে।
 
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যু হয়েছিল। সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও কিছু পাওয়া যায়নি ফরেনসিক পরীক্ষায়।

এমবি//