ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫,   চৈত্র ১৫ ১৪৩১

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার | আপডেট: ০৩:৪১ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার

বাংলাদেশ ক্রিকেটে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত—প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের শিকার হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে দ্রুত এনজিওগ্রাম ও রিং পরানো হয়। হাসপাতালের পরিচালক ড. রাজিব জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, ব্লক অপসারণ করা হয়েছে, এবং তামিম এখন নিবীড় পর্যবেক্ষণে আছেন।

সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

এর আগে টসের পর বুকে ব্যথা অনুভব করলে গ্যাস্ট্রিকের ওষুধ নেন তামিম। অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হেলিকপ্টারে উন্নত চিকিৎসার পরিকল্পনা করা হয়, তবে পরিস্থিতি জটিল হয়ে পড়লে ফের হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিসিবি পরিচালক মাহবুবুল আনাম জানিয়েছেন, চিকিৎসার প্রতিটি ধাপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিম বর্তমানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তার ভক্ত-সমর্থকদের দোয়া কামনা করা হয়েছে।

এসএস//