নায়িকা শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা যুবকের, অতঃপর…
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভক্তদের উচ্ছ্বাসে টইটম্বুর ভিড়ের মধ্যে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন শ্রাবন্তী। নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকা সত্ত্বেও কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ঠেলাঠেলি শুরু করে, কেউ ছবি তুলতে, কেউ বা শুধুই এক ঝলক দেখার জন্য ছুটে আসেন। কিন্তু এই ভিড়ের মধ্যেই ঘটে যায় অপ্রীতিকর এক ঘটনা—এক যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করে।
ঘটনাটি টের পেয়েই রেগে যান শ্রাবন্তী। নিজেকে সামলে দ্রুত প্রতিক্রিয়া জানান, এক ব্যক্তিকে থাপ্পড়ও মারেন তিনি। তার রাগ ও প্রতিবাদের ভাষা স্পষ্ট ছিল, যা দেখে মুহূর্তেই চমকে যান আশপাশের লোকজন।
নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে দ্রুত শ্রাবন্তীকে মঞ্চে তুলে দেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে এমন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন।
এদিকে, শ্রাবন্তীকে আগামীতে দেখা যাবে উইডোজ প্রোডাকশনের 'আমার বস' সিনেমায়।
এমবি//