ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৭ ১৪৩১

যে টেকনিকে তরুণদের বড় অংশ নির্বাচনে বিজয়ী হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার | আপডেট: ০৫:২৪ পিএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার

আগামী জাতীয় নির্বাচনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে বলে আত্মবিশ্বাসী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। 

মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে আয়োজিত এক ইফতার মাহফিলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগামীর নির্বাচন কোনো মাসল পাওয়ারের (পেশিশক্তি) নির্বাচন হবে না, এখানে টাকার খেলা হবে না। পোস্টার লাগিয়ে আর বিজয় নিশ্চিত করা যাবে না। তরুণেরা যেভাবে ৫ আগস্ট লড়াই করে জয় ছিনিয়ে এনেছিল, এবারও একই কৌশল প্রয়োগ করবে এবং বিজয় নিশ্চিত করবে। কারণ, তরুণ প্রজন্ম বুঝে গেছে, কীভাবে আসন্ন ব্যালট রেভল্যুশনে নিজেদের জয় নিশ্চিত করা যায়।”

ইফতার মাহফিলে উপস্থিত স্থানীয় তরুণ-যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যেভাবে ৫ আগস্ট ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে বিদায় করেছেন, সেভাবে নির্বাচনে লড়াই করলে জয় আমাদের সুনিশ্চিত। কারণ, এই জয় কোনো ব্যক্তি বা পরিবার নয়, বরং চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাফিয়া ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে তরুণদের নেতৃত্বই মূল শক্তি হবে।”

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটি ক্ষমতার অপব্যবহার এবং গণতন্ত্র রুদ্ধ করার ষড়যন্ত্রের অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। পাশাপাশি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানাই।”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া এবং বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এমবি//