ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৭ ১৪৩১

পরিবার চায় না, তাই মঙ্গল শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের মোটিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২ পিএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এবারের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ২০ ফুট উঁচু প্রতীকী মোটিফ অন্তর্ভুক্ত করা হবে না। প্রাথমিকভাবে এই মোটিফ রাখার পরিকল্পনা থাকলেও শহীদ পরিবারের স্পষ্ট আপত্তির মুখে আয়োজকরা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ স্পষ্ট করেছেন, "প্রতীকী মোটিফটি (যাকে তারা ভাস্কর্য বলছেন না) নিয়ে প্রাথমিক স্কেচ করা হলেও আবু সাঈদের পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এই পরিকল্পনা বাতিল করা হয়েছে।"

গতকাল সন্ধ্যায় শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, "আমরা শোভাযাত্রায় ভাইয়ের কোনো ভাস্কর্য চাই না। ফেসবুকে বন্ধুদের প্রতিবাদে আমরা সমর্থন জানিয়েছি।"

গত সোমবার ডিন জানিয়েছিলেন, এবারের শোভাযাত্রায় চারটি বড় ভাস্কর্যের মধ্যে আবু সাঈদের ২০ ফুট উচ্চতার মোটিফ ছাড়াও বাঘ, প্যাঁচা, পাখি, ফুল ও স্বৈরাচারবিরোধী প্রতীক রাখার পরিকল্পনা ছিল। তবে এখন শুধু ঐতিহ্যবাহী প্রতীকগুলোই থাকবে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে চারুকলা অনুষদের এই শোভাযাত্রা শুরু হয় 'আনন্দ শোভাযাত্রা' নামে, যা পরে 'মঙ্গল শোভাযাত্রা' নাম ধারণ করে। ২০১৬ সালে ইউনেস্কো এটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

এসএস//