ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৮ ১৪৩১

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় শুক্রবার  (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই বৈঠকের তথ্য জানানো হয়। জানা গেছে, আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারত্ব, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠকের পর স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় ড. মুহাম্মদ ইউনূস বেইজিংয়ের একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত করবেন এবং তাদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে নানা দিক তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকের পরপরই ড. ইউনূস বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক ব্যবসা বিষয়ে একাধিক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। এসব আলোচনায় তিনি বাংলাদেশের ‘বাংলাদেশ ২.০’ উৎপাদন ও বাজার সম্ভাবনা, টেকসই অবকাঠামো ও জ্বালানি খাতের বিনিয়োগ, এবং সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা উন্নয়নের বিষয়ে আলোকপাত করবেন।

এছাড়া, বৈঠকের ফাঁকে তিনি চীনের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করবেন। সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশভোজেও যোগ দেবেন অধ্যাপক ইউনূস। এই সফর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর করবে এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এসএস//