ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৮ ১৪৩১

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল, টোল প্লাজায় ১ কিলোমিটার গাড়ীর জট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ২৮ মার্চ ২০২৫ শুক্রবার

ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে পদ্মা সেতুতে মোটরসাইকেল আরোহীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বেয়ে অসংখ্য মোটরসাইকেল পদ্মা সেতুর দিকে এগিয়ে আসতে দেখা গেছে। টোল প্লাজা এলাকায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হওয়ায় প্রায় এক কিলোমিটার জটের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বাড়ি ফেরার এই ঢলে সাধারণ যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, সকাল ৬টার পর থেকে যানবাহনের চাপ ক্রমাগত বাড়তে থাকে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই চাপ সামলাতে কর্তৃপক্ষ মোটরসাইকেলের জন্য আলাদাভাবে ৩টি টোল বুথ চালু রেখেছে এবং অতিরিক্ত ২টি অস্থায়ী বুথ খোলা হয়েছে। তবে তারপরও টোল প্লাজা এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

হাইওয়ে ট্রাফিক পুলিশের টিআই জিয়া জানিয়েছেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে বিশেষ নজরদারি চলছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা থেকে মাদারীপুর যাচ্ছেন মোটরসাইকেল আরোহী শাহীন মিয়া। তিনি বলেন, "পদ্মা সেতু হওয়ায় আগের চেয়ে সময় কম লাগলেও টোল প্লাজায় প্রায় দেড় ঘণ্টা ধরে আটকে আছি। তবুও সেতু থাকায় আমরা অনেকটাই স্বস্তিতে আছি।" তার মতো অনেক যাত্রীই সেতুর কল্যাণে ভ্রমণ সময় কমলেও টোল প্লাজার জটে কিছুটা ভোগান্তি পোহাচ্ছেন।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের আগের আরও কয়েক দিন এই ধরনের যানবাহনের চাপ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ছুটির শেষ দিনগুলোতে ফেরত যাত্রীদের ভিড় আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় যানজট ও দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। পদ্মা সেতু এখন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সুবিধা বয়ে আনলেও ঈদের সময় এই সেতুতে যানজট যেন একটি নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।

এসএস//