ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫,   চৈত্র ১৯ ১৪৩১

দ্রুত নির্বাচন চেয়ে ঈদের জামাতে দোয়া প্রার্থনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৩১ মার্চ ২০২৫ সোমবার

রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্যও মোনাজাত করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ঈদ জামাতের ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

জামাত শেষে মুনাজাতে ক্বারী গোলাম মোস্তফা বলেন, যারা এত সুন্দর একটি ঈদ জামাত আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দান করেন এবং নেক হায়াত দেন।

তিনি বলেন, এখানে উপদেষ্টারা আছেন। দেশের শান্তি প্রতিষ্ঠায় যারা কাজ করছেন, আমরা দোয়া করি, তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে পারেন।

এমবি//