কোপা দেল রে
নাটকীয় ড্রয়ের পরও ফাইনালে রিয়াল মাদ্রিদ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১২ এএম, ২ এপ্রিল ২০২৫ বুধবার

কোপা দেল রে'র সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এর মধ্য দিয়ে ট্রেবল জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হয়।
প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ফিরতি লেগে কিছুটা স্বস্তিতেই ছিল রিয়াল। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে সোসিয়েদাদ। দ্বিতীয় লেগের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সোসিয়েদাদ। ম্যাচের ১৬তম মিনিটে ব্যারেনেটক্সিয়া গোল করে দুই লেগ মিলিয়ে সমতা ফেরান। কিন্তু রিয়ালও পিছিয়ে থাকেনি। ৩০তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত থ্রু বল থেকে গোল করে দলকে সমতায় ফেরান এন্ড্রিক।
দ্বিতীয়ার্ধে আরও উত্তেজনা বাড়ে। ৭২তম মিনিটে আলাবার আত্মঘাতী গোলে রিয়াল চাপের মুখে পড়ে। এরপর ৮০তম মিনিটে ওয়ারজাবলের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ। এতে রিয়ালের ফাইনালে ওঠার স্বপ্ন ফিকে হতে থাকে। তবে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে ফেরে রিয়াল। গোলদাতারা ছিলেন বেলিংহ্যাম এবং চুয়ামেনি।
নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে আবারও গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায় সোসিয়েদাদ। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ওয়ারজাবল নিজের দ্বিতীয় গোল করেন। ফলে দুই লেগ মিলিয়ে ম্যাচ সমতায় (৪-৪) চলে যায়।
অতিরিক্ত সময়েও রোমাঞ্চ শেষ হয়নি। ১১৫তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ফাইনালে তোলেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। এতে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
এখন রিয়ালের ফাইনাল প্রতিপক্ষ নির্ধারণ হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যে। তাদের প্রথম লেগও হয়েছিল ৪-৪ গোলে ড্র। দ্বিতীয় লেগ শেষে জানা যাবে কার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে আনচেলত্তির দল।
এমবি//