মিরসরাইয়ে মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৪:০৩ পিএম, ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

চট্টগ্রামের মিরসরাইয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নাজিম উদ্দিন চৌধুরীকে সভাপতি ও আহম্মদ উল্যাহকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যকে উপদেষ্টা, ২২ সদস্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব রিয়াদ, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ মোঃ শরীফ, সহ সাধারণ সম্পাদক আবদুল মান্নান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজিব নাথ, প্রচার সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হানিফ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক বিশ্বজিৎ নাথ, ধর্মীয় সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক টুটুল বড়ুয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনি, মহিলা বিষয়ক সম্পাদক প্রস্তাবিত ও সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছে ইদ্রিস মিয়া, সৈয়দ নূর উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইব্রাহীম, কামরুল আরেফিন, মাষ্টার শেখ ফরিদ।
উপদেষ্টা পরিষদের মধ্যে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দিদারুল আলম, জনাব আবু সায়েদ, মাষ্টার নূর উল্যাহ, আবদুল আলীম চৌধুরী, ডাঃ গোলাম সরোয়ার ও এ্যাডভোকেট সরোয়ার নিজামী।
নতুন কমিটির মাধ্যমে কর্ম পরিধি আরও প্রসারিত করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
এসএস//