ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৭ ১৪৩১

মিয়ানমারে ভূমিকম্প

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার ও চিকিৎসা তৎপরতা অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৬ পিএম, ৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত রয়েছে। দেশটির রাজধানী নেপিডোর জুবু থিরি টাউনশিপ ও আশপাশের এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশি সেনারা।

বাংলাদেশি উদ্ধারকারী টিমকে সহায়তা করছে মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ। এ ছাড়া, স্থানীয় বাসিন্দারা উদ্ধারকর্মীদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করে মানবিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অন্যদিকে, বাংলাদেশের চিকিৎসা দল বালা থেইড্ডি এলাকায় একটি ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের নির্মাণাধীন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করেছে। সেখানে ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২৫ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ৩০ মার্চ ও ১ এপ্রিল দুই দফায় সেনাবাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। বাংলাদেশি দল দেশটির বিপর্যস্ত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমবি//