ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫,   চৈত্র ২২ ১৪৩১

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬ এএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম নেপাল। মাত্র তিন মিনিটের ব্যবধানে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এই কম্পন দুটি অনুভূত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেপালের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে,  প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে, জাজারকোট জেলায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। এর মাত্র তিন মিনিট পর, রাত ৮টা ১০ মিনিটে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৫.৫। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাজারকোট জেলার পানিক এলাকায়, যা রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

কম্পনটি আশপাশের জেলা যেমন সুরখেত, দাইলেখ ও কালিকোটেও অনুভূত হয়। ভূমিকম্প দুটি যথেষ্ট শক্তিশালী হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, নেপাল একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত এবং প্রায়শই সেখানে ভূমিকম্প হয়ে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় পরবর্তী আফটারশক বা কাঠামোগত ক্ষতির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে।

এসএস//