শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৮ পিএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকা। শনিবার (৫ এপ্রিল) সকালে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কমপক্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুদ্দুস বেপারী ও জলিল মাদবর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষের সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতবোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকা কেঁপে উঠে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, “বহুদিন ধরে কুদ্দুস ও জলিল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ঈদ পুনর্মিলনীর সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ থামাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবেই বারবার এমন সংঘর্ষ ঘটছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশের টহল জোরদার থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
এসএস//