ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৩ ১৪৩১

২৫ বছর পর বায়ার্ন ছাড়ার ঘোষণা মুলারের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ৫ এপ্রিল ২০২৫ শনিবার

চুক্তি নবায়নের ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কোন প্রস্তাব না পাওয়ায় ২৫ বছর পর বায়ার্ন মিউনিখ ছাড়ার ঘোষণা দিয়েছেন তারকা মিডফিল্ডার থমাস মুলার। বুন্দেসলিগার জায়ান্টদের সাথে বর্তমান মৌসুমের পরেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মুলারের। 

৩৫ বছর বয়সী মুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সিদ্ধান্ত ক্লাবের পক্ষ থেকেই এসেছে। 

একইসঙ্গে মুলার আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে চুক্তির বিষয়টি নিয়ে যা হয়েছে তা মোটেই স্বস্তিদায়ক ছিলনা। তবে দীর্ঘ সময়ে বায়ার্নে থাকাকালীন যে সমর্থন তিনি পেয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুলার। 

এ সম্পর্কে মুলার বলেন, ‘ক্লাব ও এর চমৎকার সমর্থকদের সাথে যে ধরনের যোগাযোগ তৈরি হয়েছে তা চির স্মরণীয় হয়ে থাকবে।’

বায়ার্নের জুনিয়র দল থেকে মুলার মূল দলে অন্তর্ভূক্ত হয়েছিলেন। বেভারিয়ান্স জায়ান্টদের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও ১২টি লিগ শিরোপা জয় করেছেন।  

এই মুহূর্তে মুলারের মূল লক্ষ্য মিউনিখে লিগ শিরোপা ফিরিয়ে আনা। একইসাথে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা। এবারের ইউরোপীয়ান সর্বোচ্চ আসরের ফাইনাল বায়ার্নের আঁলিয়াজ এরেনাতে অনুষ্ঠিত হবে।

বায়ার্নের এক বিবৃতিতে বলা হয়েছে, যাবার আগে মুলারকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হবে। জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে মুলার খেলবেন বলেও বায়ার্নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

ক্লাব সভাপতি হারবার্ট হেইনারও বায়ার্নে মুলারের অবদানের প্রশংসা করেছেন। 

বায়ার্নের অদূরে ওয়েইহেইম শহরে মুলারের জন্ম। মাত্র ১০ বছর বয়সে তিনি বায়ার্নে যোগ দেন। ২০০৮ সালে হামবুর্গের বিরুদ্ধে কোচ জার্গেন ক্লিন্সম্যানের অধীনে তার সিনিয়র দলে অভিষেক হয়। পুরো ক্যারিয়ার জুড়ে তিনি বায়ার্নেই খেলেছেন। সব ধরনের প্রতিযোগিতায় ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ৭৪৩টি ম্যাচ খেলে ২৪৭ গোল ছাড়াও ২৭৩টি এ্যাসিস্ট করেছেন। 

সাম্প্রতিক সময়ে মুলার নিয়মিতই মূল একাদশের বাইরে ছিলেন। আর এতেই তার ক্লাব ছাড়ার বিষয়টি সামনে চলে আসে। আগামী মৌসুমে কোথায় যাচ্ছেন এনিয়ে কোন কিছু জানাননি মুলার। যদিও জার্মান গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে ক্যারিয়ারের শেষ সময়টা তিনি যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের কোন ক্লাবে কাটাতে চান। 

২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য মুলার ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন। দেশের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে ১৩১ ম্যাচে করেছেন ৪৫ গোল।

এএইচ