ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৬ ১৪৩১

দৌলত‌দিয়া ঘাটে আজও যাত্রীর চাপ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৬ এপ্রিল ২০২৫ রবিবার

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ দেশের সকল সরকারি প্রতিষ্ঠান খুলেছে। এ কারণে সকালে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে।

পরিবারের সাথে ঈদ উদযাপন ‌শে‌ষে রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরি  ও লঞ্চঘাট হয়ে আজ রোববার সকালে কর্মস্থ‌লে ফিরছে ঢাকাসহ কয়েকটি জেলার কর্মরত মানুষ। 

সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহ‌নের চাপ দেখা গে‌ছে। গতকালের মত আজও ফেরিগুলোতে যানবাহনের চাপ ও লঞ্চে যাত্রীদের ভিড়। 

ত‌বে ঈদের আগে দুর্ভোগ ছাড়া যেমনি ঘরমুখী মানুষ পরিবারের সাথে ঈদ করতে যেতে পেরেছেন ঈদ শেষেও ভোগা‌ন্তি ছারাই নির্বিঘ্নে পার হতে পারছেন তারা।

বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট কতৃপক্ষ জানায়, শুক্রবার থেকে যাত্রীদের চাপ বেশি। আজও সকাল থে‌কে যা‌ত্রী ও যানবাহ‌নের চাপ রয়েছে ফেরি ও লঞ্চে। ত‌বে কোন যানজট বা ভোগা‌ন্তি নেই এই নৌরুটে। 

এ রুটে আজ ছোট বড় মি‌লে ১৭টি ফে‌রি দি‌য়ে যানবাহন ও যা‌ত্রী পারাপার করা হ‌চ্ছে। লঞ্চ চলাচল করছে ২২টি।

এএইচ