হাতকড়া পরা শিশুর ছবি ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পাঁচ থেকে ছয় বছরের একটি শিশুর হাতে হাতকড়া। অনেকেই ছবিটি শেয়ার করে দাবি করছেন, শিশুটিকে আটকের পর পুলিশ তার হাতে হাতকড়া পরিয়েছে।
এই দাবি ঘিরে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। ছবিটি শেয়ারকারীদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি পোমেল বড়ুয়া।
তিনি ছবিটির ক্যাপশনে লেখেন, "এ যেন দেশ মাতৃকার হাতে হাতকড়া।" একইসঙ্গে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও ছবিটি শেয়ার করা হয়, যেখানে লেখা হয়, "শিশুদের হাতে হাতকড়া কেন? এত ভয় কিসের মহাজন?"
এসব শেয়ার ও মন্তব্যে এমন বার্তা দেওয়া হচ্ছে যে, সরকার বিরোধী মত দমনে শিশুদেরও ছাড় দেওয়া হচ্ছে না।
তবে সত্যতা যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার ছবিটির প্রকৃত তথ্য প্রকাশ করেছে। জানিয়েছে—এটি বাস্তব কোনো ঘটনা নয়। শিশুটি কোনো আটকের শিকার হয়নি, বরং সে খেলনা হাতকড়া পরে অভিনয় করছিল।
ভাইরাল হওয়া ছবিটি কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজের ভাগিনা। ছবিটি প্রথমে তিনি মজা করে ফেসবুকে পোস্ট করেন ক্যাপশনে লিখেন —“আসামির আদলে অভিনয় করেছে ভাগিনা”।
কিন্তু পরবর্তীতে ছবিটি কাটছাঁট করে এবং ক্যাপশন পাল্টে কিছু রাজনৈতিক গোষ্ঠী তা ভিন্ন উদ্দেশ্যে প্রচার করতে শুরু করে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী এবং সমর্থকরা এই ছবি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। এটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
এএইচ