৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার

গত সরকারের আমলে দায়ের হওয়া ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে অপব্যবহৃত এসব মামলার মধ্যে প্রকৃত অর্থে হয়রানির উদ্দেশ্যে করা মামলাগুলোকে চিহ্নিত করে বাতিলের প্রক্রিয়া চালানো হচ্ছে।
রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, “আমাদের লক্ষ্য শুধু সংখ্যা নয়, প্রতিটি মামলার প্রকৃতি খতিয়ে দেখা। অনেক সময় এমন মামলাও আসে যেগুলো আসলে রাজনৈতিক হয়রানিমূলক নয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।”
তিনি আরও বলেন, অযথা কাউকে আইনের ফাঁদে ফেলা হবে না, আবার প্রকৃত অপরাধ ঢাকতেও দেওয়া হবে না। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতির অবসান ঘটানোই সরকারের অন্যতম অগ্রাধিকার।
এসএস//