৯০ দিনে দুঃসাধ্য সাধন করতে চান ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাহসী লক্ষ্য ঠিক করেছেন—৯০ দিনের মধ্যে ৯০টি বাণিজ্য চুক্তি করতে চান তিনি। এর পেছনে তার উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্র যেসব দেশের পণ্যে বাড়তি শুল্ক (ট্যাক্স) দিয়েছে, তাদের সঙ্গে দ্রুত আলোচনা করে নতুন চুক্তি করা।
এই শুল্কের কারণে বিশ্ববাজারে অনেক অস্থিরতা তৈরি হয়েছে। দাম বাড়ছে, বিনিয়োগ কমে যাচ্ছে। এজন্য ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ৯০ দিনের জন্য শুল্ক তুলে নেওয়া হচ্ছে, এই সময়ের মধ্যে দেশগুলো যদি চুক্তি করতে চায়, তাহলে সেটা করা যাবে।
হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, "আমরা ৯০ দিনে ৯০টি চুক্তি করতে পারব—এটা সম্ভব।"
তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এত কম সময়ে এতগুলো চুক্তি করা খুবই কঠিন। কারণ, প্রতিটি দেশের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হয়, অনেক সময় লাগে।
উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা ছোট চুক্তি করতে আট মাস লেগেছিল। আর কানাডা ও মেক্সিকোর সঙ্গে বড় চুক্তি করতে সময় লেগেছে দুই বছরের বেশি।
তাছাড়া ট্রাম্পের দলে যারা এসব চুক্তি নিয়ে কাজ করেন, তাদের অনেক গুরুত্বপূর্ণ পদ এখনো খালি। অনেকে আবার অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন।
এছাড়া ট্রাম্প চীনের সঙ্গে কোনো ছাড় দেননি। বরং চীনের পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছেন। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাজারের আস্থা ফেরাতে হলে কিছু বড় দেশের সঙ্গে চুক্তি করে দেখাতে হবে, সত্যিই সমাধানের চেষ্টা হচ্ছে। না হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে।
এসএস//