ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১ এএম, ১৪ এপ্রিল ২০২৫ সোমবার | আপডেট: ১০:৪৩ এএম, ১৪ এপ্রিল ২০২৫ সোমবার

নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুইজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্যকরে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। 

এতে মাথায় গুলিবৃদ্ধ হয়ে গুরুতর হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কি কারণে এই হত্যার ঘটনা তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেড়ে হত্যার ঘটনা ঘটতে পারে। 

হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

এএইচ