ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

কালকিনিতে ইটিভির রজতজয়ন্তী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২৫ সোমবার

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের কালকিনিতে উদযাপিত হয়েছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির রজতজয়ন্তী। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।

সকালে একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামানের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালকিনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে একসঙ্গে কেক কেটে রজত জয়ন্তীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।


এমবি//