ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

কফিশপের সামনে তরুণী লাঞ্ছিত, ব্যবস্থাপকসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার আপন কফি হাউজের সামনে একজন তরুণীকে মারধর করার অভিযোগে ওই কফিশপের ব্যবস্থাপকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে তাদের আটক করা হয়েছে। 

আটককৃতরা হচ্ছে-আপন কফি হাউজের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিডিওটি সোমবার ভাইরাল হয়, তবে ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল। ভিডিওতে যাকে লাঠি হাতে দেখা যায়, তিনি শুভ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। বিকেল ৪টার দিকে আল-আমিন ও শুভকে আটক করে রামপুরা থানা হেফাজতে নেওয়া হয়। এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আতাউর রহমান বলেন, যদি তরুণী বা তার পরিবারের কোন সদস্যকে পাওয়া না যায়, তাহলে পুলিশ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকার খিলগাঁও তালতলা আপন কফি হাউজের সামনে সেদিন এক তরুণী কফিশপের প্রবেশ পথের সামনে যান। তখন ওই দোকানের দু’জন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। 

পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান। বিষয়টি নজরে আসার সাথে সাথেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার এক পোস্টে জানানো হয়, ঘটনার সাথে জড়িত 'আপন কফি শপ'র স্টাফ শুভ সূত্রধরকে সোমবার বিকালে রামপুরা থানা পুলিশ আটক করেছে।

এএইচ