১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকেন্দ্রিক আলোচনার অংশ হিসেবে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক করছে দলটি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিয়াঁজো কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম খান।
বৈঠকে ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।
দলীয় সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে জাতীয় পর্যায়ের অন্যান্য দলগুলোর সঙ্গে ধাপে ধাপে আলোচনা করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা রয়েছে দলটির।
এসএস//