স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৩ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার | আপডেট: ১০:০৬ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পুনর্নির্ধারিত মূল্যে প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০ এপ্রিল থেকেই এ মূল্য কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতিটি মুদ্রার দাম ১ লাখ ৩৫ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছিল।
এএইচ