জম্মু-কাশ্মীরে তুমুল বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। একদিন আগে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল।
উপত্যকাটির উধমপুর জেলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।
পোস্টটিতে বলা হয়েছে, "আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেয়া হলেও পরে তিনি মারা যান।"
ওই পোস্ট অনুসারে জানা যায়, সংঘর্ষ এখনও চলছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদীর উপস্থিতি সন্দেহ সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় যৌথভাবে অভিযান চালাচ্ছে। অভিযানের সময় দুদু-বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
এএইচ