ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার হবে: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকা এবং প্রয়োজনীয় সংস্কার আগামী নির্বাচনের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলীর সাথে বৈঠকের পর একথা বলেন তিনি।

সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে বিদেশি সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের আনা গোনা থাকে বরাবরই। সেই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ হাইকমিশনারের পর নির্বাচন কমিশনে এসেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলী। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জানতে চান নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি ও নির্বাচন সংস্কারের বিষয়ে।

বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধনসহ ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের কাছে।

সংস্কারের বিষয়ে সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকা ও প্রয়োজনীয় সংস্কার আগামী নির্বাচনের আগে সম্পন্ন করা হবে।

একইদিন দুপুরে গেজেট প্রকাশের বিষয়ে জানতে সিইসির সাথে সাক্ষাৎ করেন আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা পাওয়া ইশরাক হোসেন। ইশরাক বলেন, ১৫ তারিখ কমিশনে দাখিল করা আদালতের রায়ে ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের কথা ছিলো।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চিঠি পাঠিয়েছে ইসি।