ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১১ ১৪৩২

দোহায় উচ্চপর্যায়ের মধ্যাহ্নভোজে উদ্ভাবন ও কূটনৈতিক সংলাপে জোর​

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের সময় টিএএস’র চেয়ারম্যান এবং ইয়েমেনের অনারারি কনসাল কেএম মজিবুল হক আয়োজিত এক উচ্চপর্যায়ের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। 

এই আয়োজনে অংশগ্রহণ করেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, পিএমআই’র ভাইস প্রেসিডেন্ট নেভেনা, ইলন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন এবং কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি. ফ্রান্সেশি।​

এই মধ্যাহ্নভোজে অংশগ্রহণকারীরা উদ্ভাবন, কূটনীতি এবং বিশ্বব্যাপী উন্নয়ন বিষয়ে সংলাপের ওপর জোর দেন। তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা এবং উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার গুরুত্ব তুলে ধরেন।​

আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই আয়োজনটি ধারাবাহিক ভূমিকা রাখবে বলেই মনে করেন  অংশগ্রহণকারীরা। 

এসএস//