ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৮ ১৪৩১

সিরিয়ায় গাড়িবোমায় নিহত ১৮

প্রকাশিত : ১০:২৬ এএম, ৩ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ১১:৪৫ এএম, ৩ জুলাই ২০১৭ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েক জন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য অবজারভেটরি জানায়, বোমায় ১৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দুজন বেসামরিক নাগরিক। সংস্থাটি অন্য নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি।

তবে কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি। বিবিসি তারে এক প্রতিবেদনে ১৯ জন নিহত হওয়ার খরব জানিয়েছে।

দেশটির গণমাধ্যম ও একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন জন গাড়িবোমা হামলাকারীকে নিরাপত্তা বাহিনী তাড়া করলে হামলাকারীরা পালাতে চেষ্টা করে। এ সময় এদের মধ্যে দুটি গাড়ি পুলিশ ধ্বংস করে দিতে পারলেও অন্যটি শহরের তাহরির স্কয়ারে পুলিশের ঘেরাওয়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, হামলাকারীদের দুটি গাড়ি ধ্বংস করা হয়েছে। তৃতীয় গাড়িটি পাকড়াও করা হলে তাহরির স্কয়ার এলাকায় পৌঁছানোর পর এর চালক বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। সংস্থাটি জানায়, এ ঘটনায় অনেক হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত মার্চে ধারাবাহিক কয়েকটি আত্মঘাতী হামলার পর দামেস্কে চালানো এটাই এ ধরনের বড়  হামলা।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, তাহরির স্কয়ারের রাস্তায় ধ্বংসাবশেষ ও বেশ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গাড়ি পড়ে আছে। অন্য একটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের কারণে সন্ত্রাসীরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। তাই হতাহতের সংখ্যা কম হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে দেশটি গৃহযুদ্ধ চলছে। এখনো পর্যন্ত দামেস্কের অধিকাংশ এলাকা সরকারের নিয়ন্ত্রণে আছে। এ ছয় বছরের যুদ্ধে ৩০ হাজারের বেশি সিরীয় নাগরিক নিহত হয়েছে।