ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

৭০ ঘণ্টারও বেশি রিহার্সাল করলেন জ্যাকলিন

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৯:৫৪ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার

ছবি: জ্যাকলিন ফার্নান্ডেজ।

ছবি: জ্যাকলিন ফার্নান্ডেজ।

বরাবরই নিজের কাজের ব্যাপারে নিখুঁত থাকতে পছন্দ করেন বলিউডের একমাত্র ‘শ্রীলঙ্কান বিউটি’ জ্যাকলিন ফার্নান্ডেজ। ‘জুড়ুয়া টু’-এর একটি গানে স্টেপ তোলার জন্য ৭০ ঘণ্টারও বেশি রিহার্সাল করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। স্টেপটি যথাযথ না হওয়া পর্যন্ত বার বার টেকও দিয়েছেন জ্যাকলিন। ‘পারফেক্ট’ শট হওয়ার পর দেখা যায়, প্রায় দু’দিন ধরে একটানা সেই স্টেপটি অনুশীলন করেছেন জ্যাকলিন।

কিছু দিন আগে ‘ঢিশুম’ ছবির একটি ডান্স নম্বরে নজর কেড়েছিলেন দর্শকদের। এবার ‘জুড়ুয়া’ ছবির সিক্যুয়েলে সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন বলিউডের এই অভিনেত্রী।

//আর