ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

স্থানান্তর করা ছাড়া মার্চের পরে ট্যানারিতে কাচা চামড়া ঢুকতে দেয়া হবে না জানালেন নৌ মন্ত্রী

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার

Shajahanসাভারে ট্যানারী স্থানান্তর করা ছাড়া, একত্রিশে মার্চের পরে, আর কোন ট্যানারিতে কাচা চামড়া ঢুকতে দেয়া হবে না, জানালেন নৌ মন্ত্রী শাহজাহান খান। সচিবালয়ে, ঢাকার সব কটি নদী রক্ষায় করণীয় নিদ্ধারণে, আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সরকারের এই অবস্থানের কথা জানান। সেসময় তিনি, ট্যানারী মালিকদের সহযোগীতাও চান। নৌ মন্ত্রী বলেন, যে কোন মূল্যে, বুড়িগঙ্গা, তুরাগ ও বালুর মত ঢাকার নদীগুলোর দখল ও দুষন বন্ধ করা হবে। এ লক্ষ্যে, একটি প্রকল্প প্রণয়নের কাজ সরকারের বিবেচনার মধ্যে রয়েছে বলেও জানানো হয়।