ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

ফ্রান্সে মসজিদের সামনে গুলি : আহত ৮

প্রকাশিত : ১২:০১ পিএম, ৩ জুলাই ২০১৭ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি মসজিদের সামনে বন্দুকধারীর গুলিতে আটজন আহত হয়েছেন। ফ্রান্স কর্তৃপক্ষ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসির।

রোববার রাত ১০ টার দিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর অ্যাভিগনির আরাহমাহ মসজিদে নামাজ শেষে মুসল্লিদের বের হওয়ার সময় এ হামলা চালায় দুই সন্দেহভাজন।

স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনরা একটি গাড়িযোগে এসে মসজিদের সামনে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে, তাদের একজনের কাছে একটি পিস্তল ও অপরজনের কাছে একটি শটগান ছিল।

এখানে চারজন আহত হয়। অপরদিকে ৫০ মিটার দূরে একটি ফ্ল্যাটে এক পরিবারের চার সদস্য শটগানের গুলির ছররার আঘাতে আহত হয়, আহতদের মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে।

স্থানীয় প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, অ্যাভিনো হামলাকে সন্ত্রাসীবাদী ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট ল শেবু জানিয়েছেন, ঘটনাটি সম্ভবত তরুণদের মধ্যে বিরোধের জেরে ঘটেছে।

//আর