রসিকে অনির্দিষ্টকালের কর্মবিরতি
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৩ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৯:০৮ পিএম, ৩ জুলাই ২০১৭ সোমবার
মেয়র সরফুউদ্দিন আহম্মেদ এর ওপর হামলার প্রতিবাদে এবং আটক যুবকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) কর্মকর্তা ও কর্মচারীরা। তারা কালো ব্যাচ ধারণ করে নগরীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশও করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার আছরের নামাজ শেষে মেয়র ঝন্টু তার বাড়ির সামনে প্রতিদিনের মতো সাজঘর ফার্নিচারের দোকানে এসে বসেন। মেয়র বসা মাত্রই নগরীর কুকরুল এলাকার একরামুল হকের ছেলে সাদ্দাম হোসেন হঠাৎ এসে তার ফতুয়ার কলার ধরে মারতে থাকেন এবং ফতুয়ার কলার ছিড়ে ফেলেন। এসময় স্থানীয়রা এসে দ্রুত ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। আটক যুবক মেয়র তার মামা হন বলে জানিয়েছে। তবে কেন সে মেয়রের ওপর হামলা চালিয়েছে সে সম্পর্কে সে জানা যায়নি।
ঘটনার পরিপ্রেক্ষিতে,সোমবার সকাল থেকে রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা এক জোট হয়ে মেয়রের উপর হামলার প্রতিবাদ জানিয়ে কালো ব্যাচ ধারণ এবং কর্মবিরতি শুরু করে । এরপর কর্মকর্তা ও কর্মচারীরা মেয়রের ওপর হামলাকে বর্বরোচিত হামলা বলে উল্লেখ করে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে প্রেসক্লাব চত্বরে এসে সেখানে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ, তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মেয়রের উপর হামলা একটি পরিকল্পিত হামলা আখ্যায়িত করে, এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছে।
এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, এবিএম জাহিদুল ইসলাম জানান, মেয়রের ওপর হামলার ঘটনায় মেয়রের একান্ত সচিব রাশিদুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় রবিবার রাতে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে আটককৃত যুবক সাদ্দাম হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, আটক সাদ্দাম হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
কেআই/ডব্লিউএন