শেষ হলো রথযাত্রা
প্রকাশিত : ১০:৩১ পিএম, ৩ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৯:১৯ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার
শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব এবারের রথযাত্রা।হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে উল্টো রথযাত্রার উদ্বোধন করা হয়।
এরপর একে একে রথের শোভাযাত্রা স্বামীবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজধানী ঢাকায় ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথ উৎসবের সমাপ্তি ঘটে।
উল্টো রথযাত্রা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জেনারেল রমাকান্ত গুপ্ত, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সদস্য ড. শাম্মী আহমেদ, ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, সদস্য ডা. বিমলা প্রসাদ দাস প্রমুখ।
গত ২৫ জুন রথযাত্রা ও রথের মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, প্রার্থনা, পদাবলি কীর্তন, ধর্মীয় নাটক, বৈদিক নৃত্য, ভাগবত গীতা পাঠ, কুইজ প্রতিযোগিতা. সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণসহ বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
আরকে/ডব্লিউএন