চট্টগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি
প্রকাশিত : ১০:০৪ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১০:০৮ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগে যেখানে হাঁটুপানি ছিল সেখানে এখন কোমর পানি, আর কোমর পানির স্থলে বুক পানি।
মূল সড়ক পানির নিচে। পানিতে থই থই করছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। বাড়ি-ঘর, দোকান-পাট, অলি-গলি, স্কুল-কলেজ সবখানেই পানি প্রবেশ করেছে। এতে করে চরম বিপাকে পড়েছে নগরবাসী।
নগরীর মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, চান্দগাঁও, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখাননগর, ষোলশহর, দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, মেহেদিবাগ থেকে শুরু করে আগ্রাবাদ এক্সেস রোড, সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, ছোটপুল, হালিশহরের অনেক এলাকা এখন পানির নিচে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন নারী-শিশুসহ সাধারণ মানুষ।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি ছিল মাত্র ৩৭ মিলিমিটার। রোববার সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়লেও সোমবার দুপুর থেকে টানা ভারী বর্ষণ শুরু হয়। যা বিকেলেও অব্যাহত ছিল।
বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশ থেকে বড় জাহাজে আনা খোলা পণ্য ছোট জাহাজে তোলার কাজ (লাইটারিং) বন্ধ রয়েছে।