ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আফ্রিকা সফর নির্ধারিত সময়েই হবে: অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেটারদের দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি এ দলের দক্ষিণ আফ্রিকা সফর নির্ধারিত সময়েই হবে বলে জানিয়েছেন কোচ জেসন গিলেস্পি।
ব্রিসবেইনে এক অনুষ্ঠানে সাবেক অজি ফাস্ট বোলার গিলেস্পি বলেন, শিগগিরই সংকট কেটে যাবে। তার সাথে একমত পোষন করেছেন আরেক সাবেক তারকা ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ট্যালেন্ট ম্যানেজার গ্রেগ চ্যাপেল। বেতন-ভাতা নিয়ে বোর্ডের সাথে বনিবনা না হওয়ায় গত ৩০ জুন ২৩০ জন ক্রিকেটারের চুক্তি শেষ হয়ে যায়। দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় এ দলের দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত হয়ে পড়েছে। ১২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এ দলের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি রয়েছে। তবে সাবেক দুই তারকার কথায় বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতার ইঙ্গিতই মিলছে।