ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত অ্যান্ডি মারে ও কেই নিশিকোরি’র

প্রকাশিত : ০৫:১২ পিএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার

উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও কেই নিশিকোরি।
প্রথম রাউন্ডের খেলায় কাজাখস্তানের প্রতিপক্ষ আলেকজান্ডার বুবলিককে হারিয়েছেন অ্যান্ডি মারে। প্রথম সেটে ৬-১ গেমে জয় নিয়ে এগিয়ে যান এই ব্রিটিশ তারকা। পিছিয়ে পড়ে দ্বিতীয় সেটের প্রথমে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও দ্বিতীয় সেটেও ৬-৪ গেমে হেরে যান আলেকজান্ডার বুবলিক। তৃতীয় সেটেও ৬-২ গেমে জয় পেলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় মারের। অন্যদিকে, ইতালিয়ান প্রতিপক্ষ মার্কো সিচিনাতোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান জাপানের টেনিস তারকা কেই নিশিকোরি। মার্কো সিচিনাতোকে হারিয়েছেন ৬-২, ৬-২ ও ৬-০ গেমে।