ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২০ ১৪৩১

পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বও সরফরাজ

প্রকাশিত : ১১:০২ এএম, ৫ জুলাই ২০১৭ বুধবার | আপডেট: ০৩:৫৫ পিএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

পাকিস্তানের টেস্ট ক্রিকেটেরও নেতৃত্ব এলেন ৩০ বছর বয়সী উইকেটকিপার ও ব্যাটসম্যান সরফরাজ। দুর্দান্ত নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানোর পুরস্কার হিসেবেই সরফরাজকে এ পুরস্কার দেয়া হল।

সরফরাজকে টেস্ট অধিনায়ক করার ঘোষণাটাও এমন সময় এল যখন চ্যাম্পিয়নস ট্রফি জেতা উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানেই বোর্ড সভাপতি শাহরিয়ার খান জানিয়ে দিলেন খবরটা, ‘এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি টেস্টেও পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সরফরাজ।’ গত মে মাস থেকে মিসবাহ-উল-হক বিদায় নেওয়ার পরই পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের পদটি খালি থাকে।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে আলো ছড়িয়েছেন এই ক্রিকেটার। গত বছর ৯টি ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে সাতটিতেই জিতেছে দেশটি। ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর সবচেয়ে বড় সাফল্য ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জেতা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালে ১৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পাকিস্তান জিতে নেয় বিশ্বকাপের পর ক্রিকেটের দ্বিতীয় সেরা বৈশ্বিক ট্রফিটি।

টেস্ট অধিনায়ক হয়ে নিজের প্রতিক্রিয়ায় সরফরাজ বলেন, ‘আমি টেস্ট অধিনায়ক হয়ে খুবই সম্মানিত বোধ করছি। চ্যাম্পিয়নস ট্রফি জেতাই সব নয়। ক্রিকেটের তিন সংস্করণেই দল যেন উন্নতি করে, সে ব্যাপারে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’ সূত্র: এএফপি।

//আর