ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পানি অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রনালয়ের সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৩১ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার

Waterপানি অধিকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রনালয়ের সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ দিলেন পানি বিশেষজ্ঞরা। জাতীয় পানি অধিকার সম্মেলনে এই পরামর্শ দেন তারা। দু’দিনব্যাপি আয়োজিত এই সম্মেলনের প্রথম দিন দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে পানি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় বক্তারা নদীতে পানির ন্যায্যতা আনয়ন, নদীর প্রাকৃতিক গতিপথ সচল রাখা, নগরায়নের অজুহাতে নদী ও পানি দূষণ না করতেও পরামর্শ দেন সংশ্লিষ্টদের। এসময় ভূ-গর্ভস্থ পানির অপব্যায় কমানোর পাশাপাশি সুপেয় খাবারের পানি বাজারজাতের আগে তার মান নির্ণয় ও মনিটরিং নিশ্চিত করতে উদ্যোগ নেয়ারও পরামর্শ দেয়া হয়। সোমবার আরো দুটি অধিবেশনের সভাপতিত্ব করবেন, অ্যাড. সৈয়দ রিজওয়ানা হাসান ও অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।