চোখ ধাঁধানো নাচ দেখালেন যাজক
প্রকাশিত : ০৬:০১ পিএম, ৫ জুলাই ২০১৭ বুধবার
নেট দুনিয়ায় এবার সাড়া জাগিয়েছে ভারতের এক যাজক। দেশটির কেরালা রাজ্যের ওই যাজক চোখ ধাঁধানো এক নাচের মাধ্যমে লাখো ইন্টারনেট ব্যবহারকারীর মন জয় করে নিয়েছেন। আলোচিত এ যাজকের নাম ফাদার মার্টন ডি সিলভা। তিনি কেরালার একটি গির্জার দায়িত্বে আছেন বলে বুধবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এই যাজকের একটি গ্রুপ নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে যাজককে অসাধারণ দক্ষতায় নাচে অংশ নিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, একটি গির্জার সামনে একদল তরুণ-তরুণী নাচ শুরু করছেন। নাচ শুরু হতে না হতেই তরুণ-তরুণীদের মধ্যমণি হন যাজক। তার পরণে পদমর্যাদাসূচক লম্বা সাদা গাউন। পুরোটা সময় ধরে তিনি তার নাচের দক্ষতা প্রদর্শন করেন। গ্রুপের নাচ দেখে যাজককেই মূল শিল্পী মনে হয়।
শাইন অ্যান্থনি নামের এক ব্যক্তি গত ২৭ জুন এক মিনিটের ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হতে সময় লাগেনি। এরই মধ্যে দুই লাখের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। তারা যাজকের নাচে রীতিমতো মুগ্ধ।
আরকে/ডব্লিউএন