ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এলএনজি আমদানিতে কাতারের সঙ্গে চুক্তি আজ

প্রকাশিত : ১০:০৩ এএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:১৯ পিএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার

কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি আমদানিতে আজ বৃহস্পতিবার প্রাথমিক চুক্তি করতে যাচ্ছে সরকার। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার কাতার থেকে বছরে ১ দশমিক ৮ মিলিয়ন টন এলএনজি গ্যাস আমদানি করবে।

সম্প্রতি কাতারকে ঘিরে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হচ্ছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রোসেন্টারে দরদাম নিয়ে কাতারের রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রাশগ্যাসের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। রাশগ্যাস কোম্পানির প্রতিনিধিদের আজ ঢাকায় আসার কথা রয়েছে। সন্ধ্যায় তারা বৈঠক করবেন।

সম্প্রতি এ বিষয়ে বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এলএনজি আমদানির জন্য সরকার শিগগির চুক্তি করবে। চুক্তির বিভিন্ন দিক ঠিক করা হয়েছে। এখন কার কাছ থেকে কতটুকু নেয়া হবে তা নির্ধারণ হচ্ছে। সরকার ২০১০ সাল থেকে এলএনজি আমদানির প্রক্রিয়া শুরু করে তখন থেকেই কাতারের সঙ্গে যোগাযোগ করা হয়।

এ নিয়ে এর আগে কাতারের সঙ্গে একটি এমওইউ সই করে বাংলাদেশ। ওই এমওইউ অনুযায়ী প্রতিদিন কাতার সরকার বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করতে সম্মত হয়। যদিও টার্মিনাল নির্মাণে সময়ক্ষেপণের কারণে এতদিন প্রক্রিয়াটি ঝুলে ছিল। বাসস।

 

//আর/এআর