জঙ্গি খোঁজে গাইবান্ধার চরে ফের অভিযান
প্রকাশিত : ১১:৫৮ এএম, ৬ জুলাই ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪৮ এএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার
ফাইল ছবি
জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় দিনের মত এ অভিযান শুরু হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এ অভিযানে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নিচ্ছেন।
অভিযানে অংশ নেয়া ফুলছড়ি থানার ওসি আবু হাদার মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোর ৪টার আগেই জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, থানা ও গোয়েন্দা পুলিশ।
ফুলছড়ি উপজেলার প্রায় দুর্গম চরাঞ্চলে এই অভিযান চালানো হচ্ছে। তবে বেলা সাড়ে ১০টা পর্যন্ত কোনো অস্ত্রশস্ত্র উদ্ধার বা কাউকে আটক করতে পারেননি তারা।
এর আগে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর এলাকায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
ওই অভিযানে মোল্লারচর ইউনিয়নে শুকুর (৩৭) নামে এক নৌডাকাতকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। বুধবার সকাল থেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টার ওই অভিযানে কোনো জঙ্গি আস্তানা বা অস্ত্র পায়নি পুলিশ।
গাইবান্ধা সদরসহ তিন উপজেলার চরাঞ্চলে গত বছরও অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে সে অভিযানে বড় কোনো সাফল্য মেলেনি।
//এআর