ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

২০২৫ সালের মধ্যেই হারিয়ে যেতে পারে নিবিড় বনভূমি বলছেন পরিবেশবিদরা

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০২:৪৮ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার

প্রতিনিয়ত মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডে কমছে বনভূমি। সরকারি হিসেবে দেশে বনভূমির পরিমাণ প্রায় ১৭ শতাংশ হলেও বৃক্ষ আচ্ছাদিত ১০ শতাংশ। তবে, বিশ্বব্যাংক বলছে, এই হার মাত্র ১১ শতাংশ। পরিবেশবিদরা বলছেন, যেভাবে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, তাতে ২০২৫ সালের মধ্যেই হারিয়ে যেতে পারে নিবিড় বনভূমি। তবে, বন সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অজস্র গাছপালা, সবুজ তৃণভূমিতে উদ্ভিদের সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রাণীর বাস সেই আদিকাল থেকে। তবে, মানুষের সংখ্যা বৃদ্ধি আর নিরন্তর চাহিদার বলি হচ্ছে বনজ সম্পদ। উজাড় হচ্ছে গাছ, কমছে প্রাণীর সংখ্যা। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। পরিবেশবিদদের মতে, যেভাবে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, তাতে ২০২৫ সালের মধ্যে বনের অস্তিত্বই হারিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর পৃথিবী থেকে প্রায় দুই কোটি হেক্টর বনভূমি হারিয়ে যাচ্ছে। আর দেশে বর্তমানে যে পরিমান বন আছে তাও রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত জনবল নেই বলে জানালেন এই বন বিশেষজ্ঞ। তবে, কর্তৃপক্ষ বলছে, বন সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। পৃথিবীকে বাঁচাতে বনভূমি রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ।