দেশে অবস্থানরত বিদেশিদের জন্য ডাটাবেজ দরকার বলছেন বিশ্লেষকরা
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার | আপডেট: ০২:৪৭ পিএম, ২১ মার্চ ২০১৬ সোমবার
দেশে অবস্থান করা সব বিদেশিকে বৈধ কাঠামোর আওতায় আনতে না পারায়, বেড়ে গেছে হ্যাকিং ও ব্যাংকিং খাতে জালিয়াতিসহ নানা অপরাধের ঘটনা। তাই বিশ্লেষকরা বলছেন, বিদেশিদের জন্য সুনির্দিষ্ট ডাটাবেজ করা দরকার। একইসাথে বাড়াতে হবে কর আদায়। তবে, অর্থনৈতিক কর্মকান্ড বাড়লেও সমানতালে দক্ষ কর্মী তৈরি না হওয়ায়, দেশে এখনো বিদেশী কর্মীর প্রয়োজন আছে বলেই মত তাদের।
তৈরি পোশাক শিল্প, এনজিও, আইটি, পর্যটন, শিক্ষা প্রতিষ্ঠান, বড় অবকাঠামো প্রকল্প এমনকি বিভিন্ন পাচতারকা হোটেলেন বাবুর্চি, সব খাতেই কাজ করছে কম বেশি বিদেশি নাগারিক। সরকারিভাবে এ সংখ্যা মাত্র ১৬ হাজার হলেও, বাস্তবে তা লাখের বেশি বলেই মত সংশ্লিষ্টদের। বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে বেশি বেতনে কাজ করে এসব বিদেশী। এতে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। যদিও অনেক ক্ষেত্রে তাদের দক্ষতার বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের।
কিন্তু এই বিদেশিরা বেশিরভাগই কাজ করে এবং টাকা পাঠায় অবৈধ প্রক্রিয়ায়। ফলে বিপুল পরিমানে কর আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
অন্যদিকে হ্যাকিংসহ সব শেষ এটিএম কার্ড জালিয়াতি থেকে শুরু করে নানা ইস্যুতে মাঝে মধ্যেই অপরাধমূলক কর্মকান্ডে জাড়িয়ে আটক হচ্ছেন বিদেশীরা। সেই নিরিখেও বৈধ বিদেশীদের ডাটাবেইজ তৈরি এবং অবৈধ বিদেশীদের চিহ্নিত করা জরুরি বলে মত পুলিশের।
বদেশি নাগরিকরা বাংলাদেশে অবৈধভাবে থাকলেও, খুব স্বাচ্ছন্দে অবস্থান করতে পারে বলেও স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।