ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ১১১৩ নিয়োগ

প্রকাশিত : ০৯:৪২ এএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ০১:৩৯ পিএম, ৮ জুলাই ২০১৭ শনিবার

সরকারের কৃষি সম্প্রসারণ অধিদফতরে জনবল নিয়োগ দেয়া হবে। ১১ ধরনের পদে মোট এক হাজার ১১৩ জনকে এই নিয়োগ দেয়া হবে। এ লক্ষে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে কৃষি সম্প্রসারন অধিদফতর। আগ্রহী হলে যোগ্যতা থাকা সাপেক্ষে আপনিও আবেদন করতে পারেন এসব পদে। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার।

কোন পদে কতজন নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টোরকিপার পদে ৪২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪০৪ জন, ক্যাশিয়ার ১৩ জন, ড্রাইভার পাঁচজন, প্লাম্বিং মিস্ত্রি ছয়জন, স্প্রেয়ার মেকানিক ১৬৮ জন, অফিস সহায়ক সাতজন, ফার্মলেবার ১৫২ জন, নিরাপত্তা প্রহরী বা অফিস গার্ড ২১৯ জন, বাবুর্চি (কুক) ৩২ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৬৫ জনসহ মোট এক হাজার ১১৩ জনকে নিয়োগ দেয়া হবে।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদের জন্য অন্যান্য ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন হতে হবে। তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন না। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য জেলা কোটা অনুসরণ করা হবে। বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন।

স্টোরকিপার পদে আবেদনের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি। উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে নির্দিষ্ট গতি। ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে ক্যাশিয়ার পদে। ৮ম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে ড্রাইভার পদে। প্লাম্বিং মিস্ত্রি পদে আবেদন করতে হলে এসএসসি পাশ হতে হবে। স্প্রেয়ার মেকানিক, অফিস সহায়ক, ফার্মলেবার, নিরাপত্তা প্রহরী বা অফিস গার্ড, বাবুর্চি (কুক) এবং পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমান পাশ হওয়া।

বয়স

১৪ জুন, ২০১৭ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে উলে­খিত নিয়ম অনুসরণ করে টেলিটকের ওয়েবসাইট থেকে পদগুলোতে আবেদন করতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ইউজার আইডি পাওয়ার তিনদিনের মধ্যে প্রতিটি প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা জমা দিতে হবে। ফি জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে। অনলাইনে আবেদন পূরণের সময় প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী লিখতে হবে।

ডেটলাইন

এরইমধ্যে ১৪ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করার সুযোগ থাকছে ১৩ জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত। ইউজার আইডি প্রাপ্তরা ১৬ জুন পর্যন্ত পরীক্ষার ফি জমা দেয়া যাবে।

বেতন

পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের স্টোরকিপার পদে চ‚ড়ান্ত নিয়োগ প্রাপ্তরা বেতন পাবেন ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, ড্রাইভার পদে বেতন ৯৩০০ টাকা থেকে ২২৪৯০ টাকা পর্যন্ত। প্লাম্বিং মিস্ত্রি পদে বেতন ৯৩০০ টাকা থেকে ২১৮০০ টাকা। স্প্রেয়ার মেকানিক, অফিস সহায়ক, ফার্মলেবার, নিরাপত্তা প্রহরী বা অফিস গার্ড, বাবুর্চি (কুক), পরিচ্ছন্নতাকর্মী পদে বেতন ৮২৫০ টাকা থেকে ২০০১০ টাকা স্কেলে।

বাছাই

আবেদনপত্র যাচাই বাছাই করা হবে। সঠিক আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের কথা রয়েছে। আবেদনপত্রে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানানো হবে।

//এআর