ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজশাহীতে নব্য জেএমবি সন্দেহে চারজন গ্রেফতার

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:২৫ পিএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার


রাজশাহীতে নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর পুঠিয়া উপজেলায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের আসলাম (৩৭), মোহাম্মদ আলী (৩০), বাবু হুজুর (২৮) ও পুঠিয়ার ধাদাশ গ্রামের আবুল কাশেম রোকন (৩৮)।

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা নব্য জেএমবির সদস্য বলে তথ্য রয়েছে।  জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী গণমাধ্যমকে বলেন, জেলা পুলিশের জঙ্গি দমন টিম বিশেষ অভিযান চালিয়ে জিহাদি বই ও ধরালো অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।

তিনি বলেন, নব্য জেএমবির এই সদস্যরা সম্প্রতি জেএমবিতে যোগ দিয়েছে। পুলিশের নতুন জঙ্গি তালিকায় তাদের নাম রয়েছে।

//এআর//