ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

ইনজামামের ১ কোটি রূপি পুরস্কারে সমালোচনার ঝড়

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৫৬ এএম, ৮ জুলাই ২০১৭ শনিবার

বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের আনন্দে ভাসছে পাকিস্তান। আনন্দের এ ধারা আরো বাড়িয়ে দিয়েছে খেলা সংশ্লিষ্টদের দেওয়া পুরস্কার। দেশটির সরকার একের পর এক দলের খেলোয়াড় ও স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করছে।

পুরস্কারের এ তালিকা থেকে বাদ পড়ছেন না নির্বাচকরাও। গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী দলের সব সদস্যকে পুরস্কৃত করার সঙ্গে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক কে এক কোটি রুপি দিতে কার্পণ্য করেননি। তবে ইনজামামকে এতো বেশি পরিমান অর্থ দেওয়ায় পাকিস্তানজুড়ে চলছে সমালোচনার ঝড়।

সমালোচকদের অভিযোগ, দলের অন্য নির্বাচকদের যখন মাত্র ১০ লাখ রুপি করে দেওয়া হয়েছে, সেখানে ইনজামামকে ১০ গুণ পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাসিম প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত বিষ্ময়ের চোখে দেখছেন। তার প্রশ্ন- কীভাবে একজন কোচের চেয়ে বেশি পুরস্কার পান ইনজামাম, যেখানে ‘প্রধান কোচ ও অন্য স্টাফরা ৫০ লাখ করে পাচ্ছেন, সেখানে প্রধান নির্বাচককে এই বিপুল অর্থ দেওয়ার কোনো মানে হয় না। আবার প্রধান নির্বাচক ও অন্যদের মাঝেও বৈষম্য করা হলো কেন?’

আরেক সাবেক প্রধান নির্বাচক মহসিন হাসান খান তো নির্বাচকদের পুরস্কার দেওয়ারই কোনো কারণ দেখছেন না; বিশেষ করে যে নির্বাচকেরা ইংল্যান্ডেই যাননি, দলের অবস্থা কিংবা দল নির্বাচনে কোনো ভূমিকা রাখেননি। পুরো বিষয়কেই সন্দেহের চোখে দেখছেন তিনি,

অভিযোগ উঠেছে, লাহোরের এক প্রভাবশালী ব্যক্তি যিনি ইনজামামের অনেক ঘনিষ্ঠ, তাঁর প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণেই কোচ ও অন্যদের পুরস্কারের অঙ্ক কমিয়ে ইনজামামকে লাভবান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরকে/ডব্লিউএন