এবার অক্সফোর্ডে বক্তৃতার আমন্ত্রণে শাহরুখ
প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৭ জুলাই ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:৫৪ এএম, ৮ জুলাই ২০১৭ শনিবার
চমকপ্রদ বক্তৃতার ধারাবাহিকতায় এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেলেন শাহরুখ খান। এর আগে ইয়েল বিশ্ববিদ্যাল ও গেল এপ্রিলে ভ্যাঙ্কুভারের ‘টিইডি টক’ এ তার বক্তৃতা শোনে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে শাহরুখ খান বলেন, ‘আমি কথা বলতে খুবই ভালোবাসি। কেউ যখন আমাকে কোথাও বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, তখন ভালোই লাগে। ২০১২ সালে ইয়েলে গিয়েছিলাম। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছি। আমার অন্য কাজের কোনো ক্ষতি না হলে নিশ্চয় আমি সেখানে যাব।’
শাহরুখ খান যেসব অনুষ্ঠানে বক্তব্য দিয়ে থাকেন তা তিনি নিজে লিখেন বলেও জানিয়েছেন। শাহরুখ বলেন, ‘অন্য কেউ আমার বক্তৃতা লিখে দিলে মোটেও ভালো লাগে না। আমার যে ব্যস্ততা এ অবস্থায় এক জায়গায় বসে বক্তৃতা লেখা আমার জন্য খানিকটা সময় লেগে যায়। তবু এই কাজটি আমি নিজে করতেই ভালোবাসি। তবে এখন পর্যন্ত ঠিক করিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে বক্তব্য দিব। ’
আরকে/ডব্লিউএন